হরিণী চোখ
- ফয়েজ উল্লাহ রবি ২৭-০৪-২০২৪

স্বপ্নে দেখা হরিণী চোখ
যায় কি কভু ভুলা,
রোজ রাতেই মনের ঘরে
দেয়যে সে দোলা।
ঘুমের ঘোরে ভাবছি তারে
গত রাতে দেখছি যারে,
আজও কি আসবে সে যে
সাজানো এ স্বপ্নের ঘরে।
জেগে-জেগে তার পথ পানে
চেয়ে কাটলো বেলা,
সুখের নাও ভাসবো দু'জন
সাজবে মিলন মেলা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

rehamsikdar
২৬-০২-২০২৪ ১০:০৮ মিঃ

অন্তরের আলিঙ্গন

হরিণী চোখ, হরিণী চোখ
দেবে কি দেখা শয়ন স্বপনে?
যে চাই তোমাকে অসীম আকুলে!
লেখে কবিতা থরে বিথরে।

কবিতার ঐ মলিন সুরে,
যে চাই তোমাকে আপন করে,
কবির সাজানো স্বপ্নের ঘরে,
হবে কি মিলন বন্দনায় অর্ঘে!


https://banglarkobita.com/poem/view/73501/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE

ফয়েজ উল্লাহ রবি
২৬-০২-২০২৪ ২০:১৬ মিঃ

ধন্যবাদ প্রিয়।